Print Date & Time : 5 August 2025 Tuesday 4:05 pm

কুমিল্লায় রূপালী ব্যাংকের অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক সভা

রূপালী ব্যাংকে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক এক অবহিতকরণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিজিলেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের উদ্যোগে কুমিল্লা বিভাগীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ এবং কুমিল্লা জোনাল অফিসের আওতাধীন উপ-মহাব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি