Print Date & Time : 8 September 2025 Monday 12:23 am

কুমিল্লার নাথেরপেটুয়ায় এক্সিম ব্যাংকের ১৩৭তম শাখা উদ্বোধন

কুমিল্লার নাথেরপেটুয়ায় এক্সিম ব্যাংকের ১৩৭তম শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ্ মো. আব্দুল বারী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ব্যাংকের বিভিন্ন সেবা ও সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং স্থানীয় জনগণকে এক্সিম ব্যাংকের নাথেরপেটুয়া শাখায় ব্যাংকিং করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি