Print Date & Time : 4 August 2025 Monday 1:11 am

কুমিল্লায় ট্রাক্টর চাপায় স্কুলছাত্রের মৃত্যু

প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের গান্দাছি গ্রামে ট্রাক্টর চাপায় রাফিদুল ইসলাম নামে ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সকাল সৌয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফিদুল ইসলাম পাশ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের স্কুল শিক্ষক তোফায়েল হোসেনের পুত্র।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রাফিদুল ইসলাম পাশ্ববর্তী বাঙ্গড্ডা এডুকেয়ার স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। সোমবার সকালে স্কুল খোলার বিষয়ে ও ইউনিক আইডির তথ্য জানতে রাফিদ বাইসাইকেল নিয়ে বাঙ্গড্ডায় আসেন। স্কুলের সামনে এসে স্কুল বন্ধ দেখে পুনঃরায় বাড়ী ফেরার পথে মাটি বহনকারী বেপরোয়া অবৈধ ট্রাক্টর চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।