Print Date & Time : 7 July 2025 Monday 6:15 pm

কুমিল্লায় ট্রাক চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত, আহত ২

প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ট্রাক ও অটোরিকশার আরও ২ আরোহী।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচংয়ের সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুতবাগান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশাচালক চালক জুলহাস মিয়া (৬০), যাত্রী জহিরুল ইসলাম (৩৫), মো. জালাল (৩৭),  সাইফুল ইসলাম (৩৫), আলমগীর হোসেন (৩৪)। এই ঘটনায় আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর  জানান, ভোরে ক্যান্টনমেন্টগামী সিএনজি চালিত অটোরিকশাটিকে একটি অজ্ঞাত ড্রাম ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও ২ জন। নিহতদের মরদেহ ময়নামতি হাইওয়ে থানায় রাখা হয়েছে। আর আহতরা ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।