Print Date & Time : 7 July 2025 Monday 4:55 am

কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৪ জনের

প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় ২ নারীসহ ৪ জন নিহত হয়েছেন। আজ সোমবার (৩১ অক্টোবর) সকাল সোয়া ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।

নিহতরা হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামের বাবুল মিয়ার ছেলে সিএনজি অটোরিকশাচালক হাবিবুর রহমান (২৭), চান্দিনার মাধাইয়া এলাকার তন্নী (২০), তার মেয়ে মুনতাহা (২), আরেকজনের পরিচয় জানা যায়নি। তবে একই পরিবারের সদস্য বলে ধারণা করছেন পুলিশ।
আহত দুইজনকে কাবিলা ইস্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আকুল চন্দ্র জানান, কুমিল্লামুখি একটি সিএনজিচালিত অটোরিকশাকে কাঠেরপুল এলাকায় চট্টগ্রামগামী একটি বাস পেছেন থেকে ধাক্কা দেয়। একই সময় পেছন থেকে আরও একটি পিকআপ এসে চাপা দেয় ওই অটোরিকশাকে। এতে সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুই নারী মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দু’জন।

ইস্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সোলেমান হোসেন জানান, তাদের হাসপাতালে শিশু মুনতাহা ও চালক হাবিবুর রহমান মারা যায়। আহত অপর দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।