Print Date & Time : 1 September 2025 Monday 6:54 pm

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রতিনিধি, কুবি : নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল উদ্যাপিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উদ্যাপন উপলক্ষে গতকাল শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, শান্তির পায়রা ওড়ানো, জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সকালে শোভাযাত্রা উদ্বোধন শেষে আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কাজ হচ্ছে একাডেমিক ও গবেষণামূলক কাজ করা। ‘অমুকের চামড়া তুলে নেব আমরা’এসব কাজ শিক্ষার্থীদের নয়। এসবের পেছনে সময় নষ্ট না করে সময়টুকু কাজে লাগাতে হবে। আমাদের কাজ হবে কীভাবে আমরা বিশ্ববিদ্যালয়ের মান বাড়াতে পারি এবং বাংলাদেশ ও বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি।  তিনি বলেন, আমি প্রথম দিন থেকে বলেছি, এ বিশ্ববিদ্যালয় হবে উন্নত মানের বিশ্ববিদ্যালয়। আমরা যেন দেশের মানসম্মত বিশ্ববিদ্যালয়গুলোর পর্যায়ে যেতে পারি, সে চেষ্টা করব।

যদিও অনুষ্ঠান বয়কট করেছে বলে দাবি করে অনুষ্ঠানে অংশ নেয়নি শাখার ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমন্ত্রণ না করায় অংশ নেয়নি সাংস্কৃতিক সংগঠনগুলোও।

অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাচার্য ড. এএফএম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ও ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২২’ উদ্যাপন কমিটির আহŸায়ক ড. দুলাল চন্দ্র নন্দী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।