Print Date & Time : 8 September 2025 Monday 3:40 pm

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণা শুরু

প্রতিনিধি, কুমিল্লা: প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু হলো কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে। গতকাল আওয়ামী লীগের আরফানুল হক রিফাতকে মেয়র পদে নির্ধারিত ‘নৌকা’ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রাশেদুল ইসলামকে ‘হাতপাখা’ তুলে দেন দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী।

অপর প্রার্থীদের মধ্যে সদ্য সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু ‘টেবিল ঘড়ি’, মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার ‘ঘোড়া’ এবং কুমিল্লা নাগরিক ফোরামের সভাপতি কামরুল আহসান বাবুল ‘হরিণ’ বেছে নিয়েছেন।

গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রার্থীরা টানা ১৩ জুন মধ্যরাত পর্যন্ত নির্বাচন কমিশনের শর্ত মেনে প্রচার চালাতে পারবেন। ১৪ জুন অর্থাৎ নির্বাচনের আগের দিন প্রচার চালানো যাবে না। ১৫ জুন সকাল থেকে ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) জনপ্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন নগরবাসী।

পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় ঘেরা পরিবেশে সকাল সাড়ে ৯টা থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতীক নিতে আসতে থাকেন প্রার্থীরা। তার আগ থেকেই শুরু হয় প্রতীক বরাদ্দের কাজ।

রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী, জেলা শিল্পকলা একাডেমি থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া শুরু হয়েছে।

প্রথমে ধাপে মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ কাজ শেষে পরের ধাপে কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থীদের প্রতীক দেয়া শুরু হয় বলে জানান এই রিটার্নিং কর্মকর্তা। তবে এক অনুষ্ঠানে ব্যস্ত থাকায় প্রতীক নিতে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত সশরীরে উপস্থিত হননি। তার পক্ষে প্রতীক বরাদ্দ নেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন ও আবিদুর রহমান জাহাঙ্গীর।

‘নৌকা’ পেয়ে আবিদুর রহমান জাহাঙ্গীর বলেন, ১৫ জুনের ভোটে মানুষ বেছে নেবে নৌকাকেই।

পছন্দের প্রতীক ‘টেবিল ঘড়ি’ পেয়ে আনন্দিত গত দুই মেয়াদে নগরীর মেয়রের দায়িত্বে থাকা স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক। তিনি বলেন, ‘আমি পছন্দের প্রতীক পেয়েছি। গত ১০ বছর মেয়রের চেয়ার ছিলাম। মানুষের পাশে থেকে তাদের সেবা করেছি। আশা করছি, মানুষ এবারও আমাকে হতাশ করবেন না।’

আরেক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার ‘ঘোড়া’ এই প্রতীকে খুশি। ভোটের দিন তার প্রতীকটিই মানুষ বেছে নেবে বলে প্রত্যাশা তার।

‘পৃথিবীর সব দুঃশাসনের অবসানে ঘোড়ার ব্যবহার ছিল। এবার কুমিল্লার মানুষ ঘোড়ায় ভোট দিয়ে দুঃশাসনের অবসান ঘটাবে।’

কুমিল্লা সিটিতে সর্বশেষ ভোট হয়েছিল ২০১৭ সালের ৩০ মার্চ। নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্ব নেয়ার পর সে বছরের ১৭ মে প্রথম সভা হয়। তাদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হয়েছে চলতি বছরের ১৬ মে।

সিটি করপোরেশনে মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। তবে এবার তা সম্ভব হচ্ছে না বলে জানিয়ে দেয় গত ফেব্রæয়ারিতে দায়িত্ব নেয়া কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

দুটি পৌরসভা নিয়ে ২০১১ সালের জুলাই মাসে কুমিল্লা সিটি করপোরেশন গঠিত হওয়ার পর এ পর্যন্ত দুটি নির্বাচন হয়েছে। ১০ বছর আগে প্রথম নির্বাচন নির্দলীয় প্রতীকে হলেও ২০১৭ সালে দলীয় প্রতীকে মেয়র নির্বাচন হয়। দুই নির্বাচনেই ক্ষমতাসীন দলের প্রার্থীকে পরাজিত করে জয়ী হয় বিএনপির প্রার্থী।

এই নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান। তিনি বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। ইমরান কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য। প্রয়াত আওয়ামী লীগ নেতা আফজল খানের ছেলে হিসেবে প্রভাবশালী। তাছাড়া কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি ইমরান।

আফজল খানের আরেক সন্তান আঞ্জুম সুলতানা সীমা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। তিনি গতবার আওয়ামী লীগের মেয়র প্রার্থী হয়ে বিএনপির মনিরুল হক সাক্কুর কাছে হারেন। এবার বিএনপি নির্বাচনে অংশ না নেয়ায় সাক্কু দল ত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদের জন্য লড়ছেন।

নগরীর ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২ জন ও পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুইজন।