কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজকে সহায়তা দেবে আইএফআইসি ব্যাংক

সামাজিক কর্মকাণ্ডে (সিএসআর) অবদানের অংশ হিসেবে কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজের ২০০ শিক্ষার্থীকে ডিপ্লোমা ইন নার্সিং কোর্স সম্পন্ন করতে সহায়তা দেবে আইএফআইসি। শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে এ সংশ্লিষ্ট একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আইএফআইসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার ও কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিপ্লোমা ইন নার্সিং কোর্সের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি