Print Date & Time : 19 August 2025 Tuesday 11:48 am

কুরিয়ার থেকে রাজস্ব ফাঁকি দেয়া জর্দা আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কদমতলী এলাকা থেকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা প্রায় অর্ধ-কোটি টাকার অবৈধ জর্দা আটক করেছেন। সোমবার (২৬ এপ্রিল) নগরীর কদমতলী এলাকার একটি কুরিয়ার সার্ভিস থেকে অভিযান চালিয়ে আগ্রাবাদ ভ্যাট বিভাগের একটি নিবারক দল এসব জর্দা আটক করেন। ডেপুটি কমিশনার পাভেল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কমিশনার স্যারের কাছে গোপন সংবাদ ছিল, একটি চক্র দীর্ঘদিন ধরে রাজস্ব ফাঁকি দেওয়া অবৈধ জর্দা, গুল বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে কমিশনারের নির্দেশনায় নগরীর কদমতলী এলাকায় আগ্রাবাদ ভ্যাট বিভাগের একটি নিবারক দল অভিযান পরিচালনা করেন। এসময় মেসার্স জিদান ট্রান্সপোর্ট এজেন্সি নামে একটি কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরুপ অবৈধ জর্দা আটক করা হয়। আটককৃত জর্দার উপর প্রযোজ্য ভ্যাট ও সম্পূরক শুল্কের পরিমান ২০ লাখ টাকা। ভ্যাট ও সম্পূরক শুল্কসহ আটককৃত জর্দার মূল্য প্রায় অর্ধ-কোটি টাকা।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে অনুসন্ধানে দেখা গেছে, মেসার্স জিদান ট্রান্সপোর্ট এজেন্সির যাত্রাবাড়ী শাখা হতে কতিপয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে চট্রগ্রাম ও টেকনাফের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে ভ্যাটের বৈধ কাগজপত্র ছাড়াই ৩৭টি কার্টুন বোঝাই জর্দা প্রেরণ করেছেন। ধারণা করা হচ্ছে, অবৈধ তামাকজাত পণ্যের নিয়ন্ত্রণে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট হতে বেশ কিছু অভিযান ও ব্যবস্থা গ্রহণের কারণে ভ্যাট ফাঁকির জন্য কতিপয় অসাধু ব্যক্তি কুরিয়ার সার্ভিসকে বেচে নিয়েছে। এ বিষয়ে ভ্যাট আইনানুসারে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছেন।