কুষ্টিয়ায় ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. জিল্লার মণ্ডল হিটলার (৩৪) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে। আটক হিটলার ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার রায়পাড়া গ্রামের মো. সামাদ মণ্ডলের ছেলে। বুধবার দিবাগত রাত ২টার দিকে সীমান্ত পিলারের ৮৪/২-এস থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রিরচরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়নের অধীন চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/২-এস থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রিরচরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় নাগরিক মো. জিল্লার মণ্ডল হিটলারকে ভারতীয় ১৯০ পিস ইয়াবা ও ভারতীয় ১০০ রুপিসহ আটক করেছে বিজিবি।