প্রতিনিধি, কুষ্টিয়া :কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় ১৭৭নং রেলওয়ে পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। পোরাদহ রেলওয়ে থানার ওসি এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এখনও অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয়দের বরাতে ওসি এমদাদুল হক জানান, বৃহস্পতিবার সকালে খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর সাগরদারি এক্সপ্রেস ট্রেনটি রেললাইনের ১৭৭নং পিলারের কাছে পৌঁছালে ঘটনাস্থলে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এখনও নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।