প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে নিজ ঘর থেকে সুমি (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০মার্চ) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গৃহবধূ সুমি মজলিশপুর গ্রামের প্রবাসী ওয়াসিমের স্ত্রী।
মিরপুর থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলে থাকা অবস্থায় এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই গৃহবধূর স্বামী প্রবাসী। এটি হত্যাকাণ্ড কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।