প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে ও শহরের দবির মোল্লাগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেনÑসদর উপজেলার দেশওয়ালীপাড়া বশিরুল ইসলামের ছেলে তাবরেজ লিখন (২৬) ও কুমারখালী উপজেলার লাহিনী বটতৈল এলাকার মৃত সোবিজ উদ্দিনের ছেলে আব্দুর রউফ (৩৮)।
নিহত তাবরেজ লিখন ডাচ্-বাংলা ব্যাংক ঢাকার একটি ব্রাঞ্চে কর্মরত ছিলেন এবং তিনি কুষ্টিয়া শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং অপরজন আব্দুর রউফ পেশায় একজন নির্মাণ শ্রমিক।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) দেবব্রত রায় জানান, গতকাল সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের দবির মোল্লা গেটের পাশে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে সামস তবরেজ লিখন নামে একজনের মৃত্যু হয়। লিখন সকালে মোটরসাইকেলযোগে তার কর্মস্থল ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হন।
তিনি আরও জানান, গতকাল সকাল ৮টার দিকে একই সড়কের কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে বাসের সঙ্গে ধাক্কা লেগে পথচারী নির্মাণ শ্রমিক আবদুর রউফ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।