Print Date & Time : 8 July 2025 Tuesday 4:44 pm

কুষ্টিয়ার উজানগ্রাম ও চাঁদপুর পেরিফেরাল ল্যাবে ট্রুনাট উদ্বোধন

প্রতিনিধি, কুষ্টিয়া:  জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় কুষ্টিয়ার উজানগ্রাম ও চাঁদপুর পেরিফেরাল ল্যাবে ট্রুনাটের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১২ জুন) কুষ্টিয়ার সদর উপজেলার উজানগ্রাম পেরিফেরাল ল্যাবে বেলা ১১ ঘটিয়ায় ও চাঁদপুর পেরিফেরাল ল্যাবে বেলা ১২ ঘটিয়ায় ট্রুনাটের কার্যক্রম উদ্বোধন করেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. মো: আকুল উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন সদর ও কুমারখালি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন ও ডা. রাশেদ আল মামুন,  ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার (ডিএসএমও) ডাঃ নওরীন আলম সিজা, ব্র্যাক কুষ্টিয়ার জেলা ব্যবস্থাপক (টিবি) আবু হানিফ মোড়ল, প্রোগ্রাম অফিসার আব্দুল মান্নাফ, প্রশন্ত কুমার রায়, ফিল্ড অর্গানাইজার আরিফুল ইসলাম ও কাজল কুমার, এমটি ল্যাব হীরামনি ও জাকিরুল ইসলাম প্রমুখ।  

উল্লেখ্য, ট্রুনাট হচ্ছে যক্ষ্মা রোগ নির্নয়ের নতুন মেশিন। যার মাধ্যমে খুব অল্প সময়ে কফ পরীক্ষা করে যক্ষ্মা রোগী শনাক্ত করা যায়। এটি একটি প্রটেবল মেশিন, যা এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে বহন করা যায়। এছাড়াও বিভিন্ন সফটওয়ারের মাধ্যমে এইচআইভি, ম্যালেরিয়া, ডেঙ্গু রোগও শনাক্ত করা যায়।