কুষ্টিয়ার মাঠে হাসি ছড়াচ্ছে সূর্যমুখী

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া: মাঘের অন্তিম যাত্রার পদধ্বনি বাজতে শুরু করেছে প্রকৃতির কোলে। বসন্তের আগমনে তাই শীতের রিক্ততা ভুলিয়ে ফাল্গ–নের আগুনে মানুষের মন আর প্রকৃতিতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। মাঘের শেষ হতে এখনও কয়েকদিন বাকি। এরই মধ্যে প্রকৃতিতে বইতে শুরু করেছে বসন্তের হাওয়া। বসন্তের রঙ্গ ও রূপে নিজেকে সাজাতে প্রকৃতি এখন মেতে উঠেছে আপন মহিমায়। ঋতুরাজ বসন্ত তার আগমনী বার্তা নিয়ে প্রকৃতির দরজায় কড়া নাড়ছে। বসন্তের এই আগমনীতে ফুটেছে হরেকরকম ফুল। মুগ্ধতা ছড়াচ্ছে সূর্যমুখী ফুলের অপরূপ দৃশ্য।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার উপজেলা পরিষদের জলাশয়ের পাশে শোভা পাচ্ছে সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুলের হাসি নির্মল এক শান্তির পরশ বুলিয়ে দেয় চোখে। অনিন্দ্যসুন্দর ফুলের বাগান দেখতে আর সূর্যমুখীর রাজ্যে আসছেন বিভিন্ন বয়সী সৌন্দর্যপিপাসু মানুষ।

জানা গেছে, মিরপুর উপজেলার উপজেলা পরিষদের জলাশয়ের পাশে পরিত্যক্ত জমিতে স্থানীয় বাবলু সর্দার নামে এক ভূমিহীন সবজিচাষি এই সূর্যমুখী ফুলের চাষ করেছেন।

বাবলু সর্দার বলেন, আমি একজন ভূমিহীন কৃষক। চলতি মৌসুমে উপজেলা পরিষদের পুকুরপাড়ের প্রায় ৫ কাঠা পরিত্যক্ত জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছি। সূর্যমুখী ফুল চাষের ফলে একদিকে যেমন উপজেলা পরিষদের সুন্দর্যবর্ধিত হচ্ছে, অন্যদিকে ফুল থেকে উৎপাদিত তেলে লাভবান হতে পারব।

তিনি আরও বলেন, স্থানীয় কৃষি সম্প্রসারণ অফিস থেকে সূর্যমুখী বিজ দেয়া হয়েছিল। এই বীজ রোপণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় সব গাছে ফুল ফুটেছে। আর মাসখানেকের মধ্যে সূর্যমুখী ফুল থেকে ফল পাওয়া যাবে।