শেয়ার বিজ ডেস্ক: কুষ্টিয়া ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। গতকাল দুপুরে ট্রাকের ধাক্কায় কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের লাহিনী বটতলা এবং সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ত্রিমোহনী এলাকায় দুজন নিহত হয়। তারা হলেনÑসদর উপজেলার আইলচারা এলাকার মৃত আহমেদ মণ্ডলের ছেলে রিকশাচালক কাশেম সর্দার (৬০) এবং একই উপজেলার জুগিয়া কদমতলা এলাকার মৃত আনছার সরদারের ছেলে নছিমনচালক ইসলাম সরদার (৪৫)।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম জানান, গতকাল দুপুরে লাহিনী বটতলা মোড়ে দ্রুতগতির একটি ট্রাক রিকশাচালক কাশেমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। অপরদিকে, সকাল সাড়ে ৬টার দিকে বারখাদা ইউনিয়নের ত্রিমোহনী এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় নছিমনচালক ইসলাম সর্দার নিহত হন। নিহতদের লাশ কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ফেনীর পরশুরামে বালিভর্তি পিকআপ গাড়ির চাপায় শাওন নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শাওন উপজেলার মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী গ্রামের আবদুল হান্নানের ছেলে। সে স্থানীয় পূর্বসাহেবনগর ঘাটঘর হোসানিয়া মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।
এ ঘটনায় স্থানীয়রা পিকআপের চালক মো. হারুন (৪০) আটক করে পরশুরাম থানার পুলিশের কাছে সোপর্দ করেছে। পরশুরাম মডেল থানার ওসি খালেদ হোসেন জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কাউতলী বালুঘাট থেকে আসা দ্রুতগ্রামী একটি বালিবাহী পিকআপ গাড়ি পূর্ব সাহেবনগর স্ট্রিল ব্রিজের উপরে উঠার সময় হঠাৎ গাড়িটি পেছনের দিকে ছুটে যায়। এ সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শাওন গাড়ির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।