Print Date & Time : 7 July 2025 Monday 12:18 pm

কুষ্টিয়ায় ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে যুবক নিহত

প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে আসিফ (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। আজ সোমবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ধুবইল ইউনিয়নের কালিকাপুর গ্রামের বরইতলা মাঠে এ ঘটনা ঘটে। নিহত আসিফ কালিকাপুর গ্রামের মতিয়ার রহমান মধুর ছেলে।

এ সময় একই গ্রামের মৃত সাদেক আলীর ছেলে জাকিরুল (৩০) আহত হন। তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ধুবইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মো. শাহ জামাল বরুণ বলেন, সকালে মাঠে গরুর ঘাস কাটতে গেলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই আসিফ নিহত হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।