Print Date & Time : 7 July 2025 Monday 6:28 pm

কুষ্টিয়ায় বাস উল্টে দুই তরুণী নিহত

প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়ীয়া বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই তরুণী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাত যাত্রী।

সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে ওই এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ওই এলাকায় বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, সোমবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।