কুসংস্কার তাড়াবে ‘জলকুমারী’

শোবিজ ডেস্ক: দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনও বিরাজমান বিভিন্ন ধরনের কুসংস্কার। এ কুসংস্কারের ক্ষতিকর দিক ও সেখান থেকে বেরিয়ে আসার গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘জলকুমারী’। এটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার এবং পরিচালনা করছেন নিয়াজ মাহবুব। ২৫ পর্বে নির্মিত এ নাটকে অভিনয় করছেন গোলাম কিবরিয়া তানভীর, মামুনুর রশিদ, খায়রুল আলম সবুজ, মৌটুসি বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, তানভীর, শশী, রিমি করীম প্রমুখ। গোলাম কিবরিয়া তানভীর বলেন, এর আগে বিটিভির একাধিক খণ্ডনাটকে কাজ করলেও এবারই প্রথম জলকুমারী নাটকের মাধ্যমে বিটিভির ধারাবাহিকে কাজ করলাম। এটি পূবাইলে শুটিং হয়েছে। এ নাটকে গ্রামের একজন শিক্ষিত যুবকের চরিত্রে অভিনয় করেছি। যে গ্রামের মানুষের মধ্যে কুসংস্কার দূর করতে কাজ করেছি। প্রতিটি পর্বে শিক্ষামূলক বার্তা থাকবে। গ্রামের মানুষরা যারা অনেক ভুল ধারণায় রয়েছে এখনও, নাটকটি দেখলে সেসব ভুল ধারণা থেকে বেরিয়ে আসা যাবে। প্রতি শুক্র ও শনিবার থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড প্রচারে আসছে। এটি পুনঃপ্রচার হবে শনি ও রোববার ১টা ৩০ মিনিটে।