কৃষিপণ্য রপ্তানিতে নতুন বাজার খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: কৃষিজাত পণ্য রপ্তানিতে নতুন বাজার খোঁজার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনভুক্ত (ওআইসি) দেশগুলোয় যাতে আরও বেশি পণ্য রপ্তানি করা যায় সে ব্যাপারে নির্দেশ দিয়েছেন তিনি। কাঁচা শাকসবজি, আমসহ অন্যান্য ফল এসব দেশে আরও বেশি পরিমাণে পাঠানোর জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে।

গতকাল সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বিকালে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এটি এ বছরের ১১তম এবং সরকারের এই মেয়াদের ১১৮তম সভা।

সচিব জানান, বৈঠকে ‘কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প উন্নয়ন নীতিমালা-২০২৩’ অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এছাড়া বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অপরাধ সংক্রান্ত তথ্য আদান-প্রদান বিষয়ক চুক্তির খসড়ায় অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রাফিক ও ট্রানজিট সংক্রান্ত চুক্তির খসড়ারও অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।