কৃষি খাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে গঠিত পাঁচ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণে শতভাগ সাফল্য অর্জনের জন্য উত্তরা ব্যাংককে বাংলাদেশ ব্যাংক অভিনন্দনসূচক প্রশংসাপত্র দিয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর ফজলে কবিরের হাত থেকে স্বীকৃতিস্বরূপ প্রশংসাপত্র গ্রহণ করেন উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান, উত্তরা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফ-উজ-জামান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 10 September 2025 Wednesday 7:14 am
কৃষি খাতে প্রণোদনা প্যাকেজের শতভাগ বিতরণ উত্তরা ব্যাংকের
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: