কৃষি গবেষণায় সিটি ব্যাংকের চার কোটি টাকা অনুদান

হাওর ও চর অঞ্চলের কৃষির উন্নয়নে গবেষণার জন্য সিটি ব্যাংক লিমিটেড চার কোটি টাকা অনুদান দিয়েছে। গতকাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা অগ্রগতি কর্মশালার প্রাক্কালে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পরেশ কুমার শর্মা। এ সময় উপস্থিত ছিলেন বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ (শনিবার) বাউরেসের তিন দিনব্যাপী বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালা শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান। বিজ্ঞপ্তি