Print Date & Time : 13 September 2025 Saturday 2:48 am

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রতিনিধি, গাজীপুর: গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল ও লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরসহ মোট ১৫০ নম্বরের মধ্যে মেধা তালিকায় উত্তীর্ণ প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ১৩০.১৮৭৫। সর্বনি¤œ নম্বর ১০০.৭৫।

উত্তীর্ণ পরীক্ষার্থীরা আগামী ৬ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় ও অনুষদ ভিত্তিক পছন্দক্রম নির্বাচন করতে পারবেন।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় আজ ফল প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশিদ ভূঁইয়া, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাস, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিউর রহমান হাওলাদার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।

গতকাল বিকাল ৪টা থেকে

ধফসরংংরড়হ-ধমৎর.ড়ৎম ওয়েবসাইটে লগইন করে ফল জানা যাবে। পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় তথ্য নিজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটসহ এ ওয়েবসাইটে রয়েছে।