Print Date & Time : 8 July 2025 Tuesday 7:35 pm

কৃষি ব্যাংকে চুরির চেষ্টা প্রেমিক-প্রেমিকার

প্রতিনিধি ,চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তরে গজরা বাজারের কৃষি ব্যাংকের টাকা চুরি করতে গিয়ে প্রেমিক-প্রেমিকার পরিকল্পনায় খুন হয় নৈশ্য প্রহরী শাহাদাত। এই ঘটনায় প্রেমিকা মিলি আক্তার ও তাদের আরেক সহযোগী মো. সজিব হোসেনকে আটক করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর।

শনিবার (৬ এপ্রিল) পিবিআই চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রেমিককে এখনো ধরা যায়নি, চেষ্টা চলছে। তবে প্রেমিকা মিলি আক্তার ও তাদের সহযোগী সজিব হোসেনকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’

তিনি আরও বলেন, ‘আটককৃত সজিবের দেওয়া তথ্যনুযায়ী শনিবার সকালে গজরা বাজার কৃষি ব্যাংকের ভোল্ট কাটার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন সরঞ্জাম পুকুর থেকে উদ্ধার করা হয়।’

গত ২৪ ফেব্রুয়ারি গজরা বাজার কৃষি ব্যাংকের ছাদ থেকে শাহাদাত হোসেনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করে শাহাদাতের পরিবার।