শোবিজ ডেস্ক: বেশ কিছুদিনের বিরতি ভেঙে গান নিয়ে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকলি ইসলাম। বর্তমানে তার ব্যান্ডদল ‘কৃষ্ণকলি ও গানের দল’কে সঙ্গে নিয়ে বেশকিছু নতুন গান তৈরির কাজে হাত দিয়েছেন। ইতোমধ্যে দুটি গানের কাজ সম্পন্ন হয়েছে। গান দুটির শিরোনাম যথাক্রমে- ‘ভালোবাসি ভালোবাসি’ এবং ‘রাত্রিদিন সঙ্গীহীন’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গান দুটির কথা ও সুর করেছেন কৃষ্ণকলি নিজেই। সংগীতায়োজনে ‘কৃষ্ণকলি ও গানের দল’। এ প্রসঙ্গে কৃষ্ণকলি বলেন, ‘এখন থেকে নিয়মিত নতুন গান তৈরির ধারা অব্যাহত থাকবে। গানগুলো যে কোনো প্রযোজনা প্রতিষ্ঠান অথবা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেও প্রকাশ করতে পারি। এ সিদ্ধান্তটা আমরা আরও কিছু গান তৈরির পরে নেব। আসল কথা, আমাদের মন মতো কিছু গান আগে তৈরি করি।’ ‘কৃষ্ণকলি ও গানের দল’র সদস্যরা হলেন- অর্ক (গিটার), আশিষ (বেজ গিটার), শুভ (ড্রামস) এবং অনিক (লিড গিটার)। কৃষ্ণকলি চলতি বছরের মার্চে সর্বশেষ ত্বকিকে নিয়ে তার একক গান প্রকাশ করেছিলেন। অন্যদিকে গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে তার ‘তোমা বিহনে মন যে কেমন করে’- এমন কথার গানটি শ্রোতা মহলে বেশ প্রশংসিত হয়।
