Print Date & Time : 6 September 2025 Saturday 6:09 pm

কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি পাচ্ছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

শেয়ার বিজ ডেস্ক: প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি পাচ্ছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। দেশটির সিনেটে কেতানজি ব্রাউন জ্যাকসনের নিয়োগ অনুমোদন করেছে; এর মধ্য দিয়ে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে সে দেশের সর্বোচ্চ আদালতে বিচারকের আসনে বসতে যাচ্ছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিনেট কেতানজি ব্রাউন জ্যাকসনের নিয়োগ অনুমোদন করে। বিরোধী দল রিপাবলিকান পার্টির আপত্তির পরও ৫৩-৪৭ ভোটে জ্যাকসনকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে অনুমোদন দেয়া হয়। খবর: নিউ ইয়র্ক টাইমস। 

ভোটাভুটিতে ৫০ জন ডেমোক্র্যাট সদস্যের সঙ্গে ৩ জন রিপাবলিকান সিনেটরও জ্যাকসনের নিয়োগের পক্ষে ভোট দিয়েছেন। অবশ্য তার নিয়োগ আটকাতে তীব্র বিরোধিতা করেন রিপাবলিকান আইন প্রণেতারা। এ বিচারককে ‘কট্টর উদারপন্থি’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়, বলা হয় তিনি অপরাধীদের ‘সুরক্ষা’ দিয়ে থাকেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী জ্যাকসনের নিয়োগ অনুমোদনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের আলোচিত একটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হলো। সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি স্টিফেন ব্রায়ার এ গ্রীষ্মে আদালতের অধিবেশন মুলতবির পর অবসরে যাচ্ছেন। ওই স্থান পূরণ করবেন বাইডেনের মনোনীত বিচারপতি জ্যাকসন।

সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ডেমোক্র্যাট দলীয় সেনেটর চাক শুমার বলেন, সবচেয়ে আঁধার কালো সময়েও উজ্জ্বল আলোর দেখা মিলতে পারে। আজ তেমন এক আলোকিত দিন। আসুন সবাই মিলে এই প্রত্যাশা করি যেন, এটি একটি প্রতীক হয়ে থাকে, আরও অনেক উজ্জ্বল আলো আসার একটি ইঙ্গিত হয়ে ওঠে।

মহামারির কারণে দীর্ঘ সময় বন্ধ থাকা ইউএস ক্যাপিটলের গ্যালারিগুলো বৃহস্পতিবার পূর্ণ করে রেখেছিলেন ব্রাউনের সমর্থক, শুভাকাক্সক্ষীরা। ঐতিহাসিক ওই মুহূর্তের সাক্ষী হতে উপস্থিত হয়েছিলেন তারা।

সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে জ্যাকসনের এ নিয়োগ প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য একটি বড় অর্জন। জ্যাকসন শুধু প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতিই হচ্ছেন না, একই সঙ্গে প্রথম পাবলিক ডিফেন্ডার হিসেবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের বিচারকের আসনে বসে ইতিহাস গড়তে চলেছেন।