‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না!’

প্রতিনিধি, রাবি: ভালবাসা দিবসে বিক্ষোভ-সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘প্রেম বঞ্চিত সংঘ’ নামের একটি সংগঠনের সদস্যরা।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের আমচত্বর থেকে ‘প্রেম বঞ্চিত সংঘ’ এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটের সামনে গিয়ে সমাবেশ মিলিত হোন তারা।

এতে অংশ নেয় ওই সংগঠনের প্রায় শতাধিক সদস্য। প্রেম বঞ্চিত সংঘের ব্যানারে লেখা ছিল, ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না।’

এ সময় রাবি শাখা প্রেম বঞ্চিত সংঘের সভাপতি মো. কাজি নোমানের নেতৃত্বে অংশগ্রহণকারীরা শ্লোগান দেয়, ‘তুমি কে, আমি কে-বঞ্চিত, বঞ্চিত’ কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না, তা হবে না, তা হবে না। আমরা সিঙ্গেল কেন? প্রশাসন জবাব চাই’, ‘নষ্ট প্রেমের খেতাতে, আগুন জালাই একসাথে’।

পরে সংগঠনটির সদস্যরা গণস্বাক্ষর কর্মসূচির ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।

প্রেম বঞ্চিত সংঘের সভাপতি মো. কাজি নোমান বলেন, ‘আমরা কোনো কোনো ভাবে প্রেম থেকে বঞ্চিত। এই অসম নীতি এবং ভালবাসার নামে দেশে যে শ্লীলতাহানির ছড়াছড়ি, এটা আমরা চাই না। একজনের একটাই প্রেম থাকবে, একের অধিক আমরা মেনে নিবো না।’

প্রেম বঞ্চিত সংঘের সদস্য আইন বিভাগের শিক্ষার্থী আসিফ বলেন, ‘অবশ্যই আমরা প্রেমের বিরুদ্ধে না, আমরা তাদেরই বিরুদ্ধে যারা একাধিক প্রেম করে। পবিত্র প্রেমের নামে এই শ্লীলতাহানি আমরা চাই না। আমরা চাই সমতা।