Print Date & Time : 22 July 2025 Tuesday 9:54 pm

কেএসআরএমের এমডিসহ তিনজনের বিরুদ্ধে সমন জারি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: কবির স্টিল রি-রোলিং মিলের (কেএসআরএম) এমডি ও খাজা শিপ ব্রেকিং লিমিটেডের মালিক মো. শাহজাহানসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। চলতি বছরের মে মাসে শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় এক শিশু শ্রমিক নিহত হওয়ার ঘটনায় আদালত এই আদেশ দেন।

গতকাল চট্টগ্রামের শ্রম আদালতের চেয়ারম্যান (সিনিয়র জেলা দায়রা জজ) মোকতার আহমেদ এ সমন জারি করেন। তিনি আগামী ১২ ডিসেম্বর তাদের সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবির হাট ও শীতলপুর উপকূলে অবস্থিত খাজা শিপ ব্রেকিং লিমিটেডের (কবির স্টিল) ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান, মহাব্যবস্থাপক সৈয়দ নজরুল আলম ও ইয়ার্ড ম্যানেজার মো. মফিজ। চট্টগ্রাম শ্রম আদালতের আইনজীবী সুখময় চক্রবর্তী তিন আসামির বিরুদ্ধে সমন জারির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চলতি বছরের ২১ মে রাতে আসামিদের প্রতিষ্ঠান খাজা শিপ ব্রেকিং লিমিটেডে কর্মরত অবস্থায় শ্রমিক শচীন্দ্র দাশ (১৬) দুর্ঘটনায় মারা যান। এর পর শিপইয়ার্ড মালিক ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করায় তাদের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করা হয়।

আদালতে দায়ের করা মামলা থেকে জানা যায়, আইনানুযায়ী নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও আসামিপক্ষ মাত্র এক লাখ টাকা দিয়ে বাকি চার লাখ টাকা নিয়ে ছলচাতুরী করতে থাকে। পরে নিহতের পরিবার সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন উপ অধিদফতরের কার্যালয়ে এ বিষয়ে আবেদন করে। ওই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট শিপ ব্রেকিং মালিককে ক্ষতিপূরণের টাকা পরিশোধের জন্য বারবার তাগাদা প্রদান করলেও তারা কর্ণপাত করেননি। ফলে নিহত শচীন্দ্র দাশের মা আলো রাণী দাশ বাদি হয়ে গত ৯ নভেম্বর শ্রম আদালতে মামলা করেন।

এ বিষয়ে জানার জন্য কেএসআরএম স্টিল রিরোলিং মিলের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার জাহানকে বেশ কয়েকবার ফোন করা হয়, কিন্তু তিনি ফোন ধরেননি।