নিজস্ব প্রতিবেদক: উভয় পুঁজিবাজারে গতকাল ইতিবাচক গতিতে লেনদেন হয়েছে। শেয়ার কেনার চাপে সূচকের ধারাবাহিক উত্থান হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক ইতিবাচক থাকার পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। লেনদেনে উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও সামান্য বেড়েছে। গতকাল লেনদেনের শুরু থেকেই শেয়ার কেনার প্রবণতা দেখা যায়। যে কারণে সূচকের ধারাবাহিক উত্থান হয়। শেষ পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট ইতিবাচক অবস্থানে চলে যায়। বাকি দুটি সূচকও ইতিবাচক গতিতে ছিল। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক, শেয়ারদর ও লেনদেনে ইতিবাচক গতি দেখা যায়।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ দশমিক শূন্য আট পয়েন্ট বা দশমিক ৯২ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৩৪৯ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করে।
ডিএসইএস বা শরিয়াহ্ সূচক চার দশমিক ২৯ পয়েন্ট বা দশমিক ৬৮ শতাংশ বেড়ে এক হাজার ২২৬ দশমিক ৭৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বা দশমিক ৬৯ শতাংশ বেড়ে এক হাজার ৮৬৭ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইর বাজার মূলধন তিন লাখ ৮৫ হাজার ১৫৫ কোটি টাকা হয়। ডিএসইতে গতকাল লেনদেন হয় ৩৮৮ কোটি ২৪ লাখ আট হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫৭ কোটি ৪১ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন বেড়েছে ৩০ কোটি ৮২ লাখ টাকা। এদিন ১১ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৩৫টি শেয়ার এক লাখ দুই হাজার ৩৮৭ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২১টির, কমেছে ৭৬টির, অপরিবর্তিত ছিল ৪৪টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে খুলনা পাওয়ার। ১২ কোটি ২৮ লাখ টাকায় কোম্পানিটির ২০ লাখ পাঁচ হাজার ৯১৫টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর দুই টাকা ৪০ পয়সা কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৯ কোটি এক লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এর পরের অবস্থানগুলোয় ছিল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সায়হাম টেক্স, জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, সায়হাম কটন, বিডিকম, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, এমজেএলবিডি। আট দশমিক ৮৮ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে ফিনিক্স ইন্স্যুরেন্স। এরপর বিডি অটোকারের দর আট দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। বে লিজিংয়ের দর আট দশমিক ৬২ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ছয় দশমিক ৭৫ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পাঁচ দশমিক ৫৮ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পাঁচ দশমিক ৫৫ শতাংশ, সায়হাম কটনের পাঁচ দশমিক ৪৩ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর পাঁচ দশমিক ৪০ শতাংশ বেড়েছে। এছাড়া মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও স্ট্যান্ডার্ড ব্যাংকের দর পাঁচ শতাংশ বেড়েছে।
অন্যদিকে সাত দশমিক ৭৪ শতাংশ দর কমেছে ইস্টার্ন কেব্লসের। আনলিমা ইয়ার্নের দর ছয় দশমিক শূন্য আট শতাংশ কমেছে। এছাড়া তাল্লু স্পিনিংয়ের পাঁচ শতাংশ, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের চার দশমিক ৬৬ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দর তিন দশমিক ৮৪ শতাংশ কমেছে। খুলনা পাওয়ারের তিন দশমিক ৮১ শতাংশ, কাসেম ইন্ডাস্ট্রিজের তিন দশমিক ৫৫ শতাংশ, এইচআর টেক্সটাইলের দুই দশমিক ৮৭ শতাংশ, লিবরা ইনফিউশনসের দুই দশমিক ৮৩ শতাংশ ও শাহজিবাজার পাওয়ার কোম্পানির দর দুই দশমিক ৬০ শতাংশ কমেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৮২ দশমিক ১৮ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ বেড়ে ৯ হাজার ৮৯৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭ দশমিক শূন্য পয়েন্ট বা দশমিক ৮৪ শতাংশ বেড়ে ১৬ হাজার ৩৫৯ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির দর।
সিএসইতে এদিন ৬১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ৬০৫ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে ৩২ কোটি ৪৭ লাখ ১৬ হাজার ১২৬ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৯ কোটি ৪৬ লাখ টাকা। সিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে অবস্থান করে সিঙ্গার বিডি। কোম্পানিটির ৩৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এরপর বার্জার পিবিএল ১২ কোটি ৯২ লাখ টাকার, অ্যাডভেন্ট ফার্মার ৯০ লাখ, বেক্সিমকোর ৫৩ লাখ, আরএকে সিরামিকসের ৪১ লাখ, এনবিএলের ৩৮ লাখ, খুলনা পাওয়ারের ৩৭ লাখ, প্রিমিয়ার ব্যাংকের ৩৩ লাখ, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ৩২ লাখ ও আরএসআরএম স্টিলের ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
