Print Date & Time : 21 July 2025 Monday 12:36 am

কেনিয়ায় অতি খরায় শত শত বন্যপ্রাণীর মৃত্যু

শেয়ার বিজ ডেস্ক: কেনিয়ায় চলতি বছর খরায় শত শত বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। গত ফেব্রুয়ারি থেকে অক্টোবরের মধ্যে এসব বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। দেশটির পর্যটনমন্ত্রী পেনিনা মালোনজা জানান এ তথ্য। খবর: স্কাই নিউজ।

খরার কারণে গত ৯ মাসে কেনিয়ার ১৪টি প্রজাতির বন্যপ্রাণী ক্ষতির শিকার হয়েছে। এসব প্রাণীর মধ্যে রয়েছে ২০৫টি হাতি, ৫১২টি ওয়াইল্ড বিস্ট, ৩৮১টি সাধারণ জেব্রা, ১২টি জিরাফ ও ৫১টি মহিষ। এছাড়া বিরল ও বিপন্ন গ্রেভির জেব্রার ৪৯টি মারা গেছে, যা মোট প্রজাতির প্রায় দুই শতাংশ প্রতিনিধিত্ব করে।

চলতি বছর পূর্ব আফ্রিকার বেশিরভাগ অংশ ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা সহ্য করেছে। যদিও শেষ পর্যন্ত এ অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। কেনিয়ার আবহাওয়া বিভাগ আগামী কয়েক মাস ধরে দেশের বেশিরভাগ অংশে গড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে। তবে কেনিয়ার বন্যপ্রাণীর জন্য এবারের খরা পরিস্থিতির আশঙ্কা কমছে না।

সংবাদ সম্মেলনে পেনিনা মালোনজা বলেন, খরা বন্যপ্রাণীগুলোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। খরার কারণে খাদ্যসম্পদের ক্ষয় ও পানির ঘাটতি দেখা দিয়েছে। দেশটির এ খাতে অন্তত ২০ লাখ লোক জড়িত, যা কেনিয়ার পর্যটন খাতে ১০ শতাংশ অবদান রাখে।

খরায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো কেনিয়ার উত্তর ও দক্ষিণে। এখানে কেনিয়ার বেশিরভাগ হাতির আবাসস্থল। ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা বন্যপ্রাণীদের সংরক্ষণে বাড়তি ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে

দেশটির মন্ত্রণালয়।

কেনিয়ার বন্যপ্রাণীর ওপর ক্ষতির প্রভাব সামনে এলো জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ২৭ শুরু হওয়ার কয়েক দিন আগে। এ সম্মেলনের আয়োজক মিসর জলবায়ু-সম্পর্কিত বিপর্যয়ের কারণে ক্ষতিপূরণের বিষয়টিকে আলোচনার কেন্দ্র রেখেছে। বছরের পর বছর ধরে আলোচনা হওয়া সত্ত্বেও বিষয়টি কখনও জাতিসংঘের আনুষ্ঠানিক এজেন্ডার অংশ ছিল না।