কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি পরীক্ষা চলাকালে ২০০ গজের মধ্যে ছাত্রছাত্রী ছাড়া সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এ আদেশ ঢাকা মেট্রোপলিটন এলাকার কেন্দ্রগুলোতে আগামীকাল সোমবার এইচএসসি পরীক্ষা শুরুর পর থেকে শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। গতকাল ডিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ডিএমপি অর্ডিনেন্স ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করেছেন ডিএমপি কমিশনার। এতে বলা হয়েছে, ‘পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করা জন্য কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।’

আগামীকাল থেকে ২০১৮ সালের এইচএসসি/ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা সারা দেশে অনুষ্ঠিত হবে একযোগে। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ছয় লাখ ৯২ হাজার ৭৩০ জন ও ছাত্রীর সংখ্যা ছয় লাখ ১৮ হাজার ৭২৭।

এদিকে এবারের এইচএসসিতে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ১০ শিক্ষা বোর্ড পৃথক প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে ঢোকার নির্দেশনা জারিসহ অন্যান্য পদক্ষেপ রয়েছে। পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের মন্ত্রণালয়ের আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছে বোর্ডগুলো। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ট্রেজারি থেকে প্রশ্নপত্র কেন্দ্রে পরিবহনে মন্ত্রণালয়ের আদেশ বাস্তবায়নে সতর্কতা জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রগুলো বলছে, এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে প্রত্যেক কেন্দ্রের জন্য জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট/দায়িত্বশীল কর্মকর্তা নিয়োজিত থাকবেন। ট্রেজারি বা থানা থেকে কেন্দ্র সচিবসহ পুলিশ পাহারায় কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছানো হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বা দায়িত্বশীল কর্মকর্তা, কেন্দ্র সচিব ও পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে বিধি অনুযায়ী প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে। এসব দায়িত্ব যথাযথ পালনে কেন্দ্র সচিবদের নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। শিক্ষার্থীরা যাতে নকল করতে না পারে সে জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্র সচিবদের। কেন্দ্র সচিবরা পরীক্ষা সংশ্লিষ্টদের গাইডলাইন দিয়েছেন।

মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী কেন্দ্র সচিবদের শিক্ষা বোর্ডগুলো থেকে দেওয়া নির্দেশনা অনুযায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তারা এমন মোবাইল ফোন ব্যবহার করবেন, যাতে ছবি তোলা যায় না এবং ইন্টারনেট ব্যবহারের সুবিধা নেই। মোবাইল ফোনসহ অন্য ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেলে তাকে আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা চলার সময় পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে এলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও দেরিতে আসার কারণ রেজিস্টারে লিখে রাখতে হবে। পরীক্ষার দিনই তা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডকে জানাতে হবে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।