ক্রীড়া ডেস্ক: আফগানিস্তানকে হারিয়ে চনমনে বাংলাদেশ দল। এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। প্রতিপক্ষ ভারত। তার আগে মানসিকভাবে চাঙা হতে টাইগাররা পেয়েছে শনিবার পর্যন্ত ছুটি। সে সময়গুলো মাশরাফি বিন মুর্তজা-তামিম ইকবালরা যে যার মতো করে কাটাচ্ছেন।
তামিম ইকবালের প্রিয় শহর লন্ডন। ভালো লাগে এ শহরের জীবনযাত্রা। বিশ্বকাপে এখনও পর্যন্ত নিজের পারফরম্যান্সে অতৃপ্ত ওপেনার দুদিনের জন্য রয়েছেন সেখানে। দলের সঙ্গে তিনি যোগ দেবেন আজ অথবা কাল।
লন্ডনে রয়েছেন মোস্তাফিজুর রহমানও। সেখানে এ বাঁহাতি সময় কাটাচ্ছেন নিজের মতো করে। এদিকে স্ত্রী, সন্তান নিয়ে সাকিব আল হাসানও অবস্থান করছেন লন্ডনে।
বাংলাদেশ দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশও ঘুরতে গেছেন লন্ডনে। তার সঙ্গী স্ত্রী ও ছেলে। নিজের ছেলেকে পাশে নিয়ে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ দলে যাকে ছেলের মতো দেখেন সেই মোস্তাফিজকে, ‘হ্যাপি ভ্যাকেশন মাই সান… সি ইউ সুন।’
বড় কোনো শহরে ছুটি কাটানো খুব একটা পছন্দ নয় মাশরাফির। তাই পরিবার নিয়ে তিনি গেছেন বার্মিংহামে। সেখান থেকে যাবেন শহর থেকে দূরের এক গ্রামে। সময় কাটাবেন প্রকৃতির কাছে নির্জনতায়।
মোহাম্মদ মিথুন অবশ্য ব্রিস্টলে বন্ধুর সঙ্গে ছুটি কাটাচ্ছেন। এদিকে আবু জায়েদ ঘুরছেন লন্ডনে।
চোটের কারণে আপাতত বার্মিংহামেই থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্ত্রী-সন্তানের সঙ্গে সেখানে রয়েছেন মুশফিকুর রহিমও। তবে তার কোথাও যাওয়ার পরিকল্পনা আছে কি না জানা যায়নি।
ভারত ম্যাচের টানা ৫ দিনের ছুটি। এটা কি আসলেই দরকার ছিল টাইগারদের? এ ব্যাপারে ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘যেহেতু অনেক লম্বা বিরতি আছে, একটু ছুটি ছেলেদের প্রাপ্য। খুবই ক্লান্তিকর একটি টুর্নামেন্ট চলছে। টানা খেলা, অনুশীলন। মানসিক চাপ অনেক। আমরা চাই ছেলেরা কয়েক দিন একটু নিজেদের মতো থাকুক। ক্রিকেট থেকে বাইরে থাকুক।’
সুজন আরও বলেন, ‘বড় দুটি ম্যাচ আছে সামনে। খুবই গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ। আমরা চাই ছেলেরা যেন যতটা সম্ভব নির্ভার থাকে। যতটা সম্ভব মানসিকভাবে ফুরফুরে থাকে। আশা করি ছুটি শেষে যখন ফিরবে, ম্যাচ দুটির জন্য মানসিকভাবে শতভাগ তৈরি থাকবে। ছোটখাটো চোট সমস্যা যাদের আছে, আশা করি সেটাও কেটে যাবে।’
টানা ছুটি ভারত ও পাকিস্তান ম্যাচের আগে ফুরফুরে হয়ে উঠতে সাহায্য করবে টাইগারদের এমনটাই জানিয়েছেন বার্মিংহামে দলের সঙ্গে থাকা সৌম্য সরকার, ‘সামনে আর দুটি ম্যাচ আছে প্রাথমিক পর্বে। এখন কয়েক দিনের ছুটি আছে। সবাই মানসিকভাবে তারতাজা ও চাঙা হয়ে ফিরব আশা করি। সবাই নিজেদের সেরাটা দিতে পারলে আশা করি শেষ দুই ম্যাচ জিতব।’