Print Date & Time : 15 August 2025 Friday 12:29 am

কেরানীগঞ্জে চালু হচ্ছে সিনেপ্লেক্স

শোবিজ ডেস্ক: ২০০৫ সালে বন্ধ হয়ে যায় পুরান ঢাকার লায়ন সিনেমা হল। যা ছিল পুরান ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ। তবে এবার সুখবর হচ্ছে, শিগগির বুড়িগঙ্গার ওপারে কেরানীগঞ্জে চালু হচ্ছে নতুন চারটি সিনেমা হল।

ইতোমধ্যে এর নির্মাণকাজও শেষ হয়েছে। নাম ‘লায়ন সিনেমাস’। আগামী ঈদ থেকে এটি চালু হবে।

লায়ন সিনেমা হল কর্তৃপক্ষই এটি চালু করছে। জানা গেছে, ২৫ কাঠা জমির ওপর ১৬ হাজার বর্গফুটে তৈরি হচ্ছে কেরানীগঞ্জে নতুন সিনেপ্লেক্স। এতে সিনেমা হলের সংখ্যা হবে চারটি। পাশাপাশি থাকবে আধুনিক সুবিধাওÑশপিং সেন্টার, ব্যায়ামাগার, বাচ্চাদের খেলার জোন, সুইমিংপুল প্রভৃতি। পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত হবে এই সিনেমা হলগুলো। এর প্রতিটি হলে আসনসংখ্যা হবে ২৩৫টি।