কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে আখ মাড়াই উদ্বোধন

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে ২০১৯-২০ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে গতকাল শনিবার কোম্পানি চিনিকলের সুগার কেইন কেরিয়ার প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠান শেষে চিনিকলের সুগার কেইন কেরিয়ারে আখ ফেলে মাড়াই উদ্বোধন করা হয়।

মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী মুনসুর বাবু, চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের প্রধান প্রকৌশলী এনায়েত হোসেন। সভায় সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আলী আনছারী। এছাড়া উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান।

চলতি আখ মাড়াই মৌসুমে ৯৭ মাড়াই দিনে এক লাখ টন আখ মাড়াই করে সাত হাজার ৬০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আর চিনি আহরণের হার ধরা হয়েছে সাত দশমিক ৬০ শতাংশ।

কোম্পানিটি গত অর্থবছরে ডিস্টিলারি বিভাগে লাভ করলেও চিনিকারখানা ও বাণিজ্যিক খামারে প্রায় ৬০ কোটি টাকা লোকসান করেছিল। প্রতিবারের মতো কারখানা এলাকার আখচাষির মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়। সর্বোচ্চ ৪১ বিঘা জমিতে আখ চাষ করায় আখচাষি ইনতাজুল হককে পুরস্কৃত করা হয়। এছাড়া সর্বোচ্চ আখের ফলনের জন্য আখচাষি ও কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী প্রথম ও আবদুল আওয়ালকে দ্বিতীয় পুরস্কার দেওয়া হয়।