কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা গতকাল ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার মালিক অংশ নেন। সভায় কোম্পানির ৩০ জুন তারিখে সমাপ্ত আর্থিক বছরে পাঁচ শতাংশ (স্টক) লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানির চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর অনুপস্থিতিতে পরিচালক একেএম রফিকুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। আলোচ্য সভায় পরিচালক তাবিথ আউয়াল, এটিএম আহ্মেদুর রহমান, মো. জালালুল আজিম, মো. রেজাউল করিম, মো. মাহবুব আহ্মেদ, এম আমজাদ হোসেন, প্রধান অর্থ কর্মকর্তা ইফতেখার উদ্দিন এবং কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
