কোচের প্রশংসায় ভাসছেন দিবালা

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের আগের ম্যাচে অকারণে লালকার্ড দেখায় গত পরশু সুইস ক্লাব ইয়াং বয়েজের বিপক্ষে ছিলেন না। তারপরও ক্রিস্টিয়ানো রোনালদোর অভাব জুভেন্টাসকে একটুর জন্যও বুঝতে দেননি পাওলো দিবালা। বলতে গেছে এ সিআর সেভেনের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়ে প্রতিপক্ষের জালে একের পর এক গোল করেন। একপর্যায়ে আর্জেন্টিনার চতুর্থ খেলোয়াড় হিসেবে ইউরোপ সেরার মঞ্চে হ্যাটট্রিক করেন। তাতে তুরিনের ক্লাব জিতে যায় ৩-০ গোলে। শুরু তাই নয় ‘এইচ’ গ্রুপে দুই ম্যাচে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ক্লাবটি। আর তাতে কোচ মাসিসমিলিয়ানো আল্লেগ্রির প্রশংসায় ভেসে যাচ্ছেন দিবালা।
প্রথমার্ধে দুটি গোল করে জুভেন্টাসকে জয়ের সুবাস পাইয়ে দেন দিবালা। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি এ আর্জেন্টাইন আরেকটি গোল করে নিজের হ্যাটট্রিক ও দলকে ৩-০ গোলে এগিয়ে দেন। শেষ পর্যন্ত দলটি জেতে ৩-০ গোলে।
হ্যাটট্রিক করায় দিবালাকে স্কাই স্পোর্ত ইতালিয়ায় প্রশংসা করে আল্লেগ্রি বলেন, আমি তার জন্য খুশি। সে উন্নতি করছে এবং অসাধারণ ধারাবাহিকতার সঙ্গে খেলছে। তবে সবাই ভালো খেলে এবং ইয়াং বয়েজের মতো সংগঠিত একটা দলের বিপক্ষে পরিপক্বতার পরিচয় দেয়।’
এমনিতে শিষ্যদের মধ্যে আল্লেগ্রির পছন্দের তালিকায় দিবালা রয়েছেন উপরের দিকে। গত পরশু যখন সেই তিনিই হ্যাটট্রিক করে সবার নজর আবার কাঁড়লেন তখন তো উচ্ছ্বসিত হতেই পারেন জুভেন্টাস কোচ, ‘আমি সবসময় বলেছি যে দিবালার সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে দলের খেলাটা গড়ে দেওয়া। মঙ্গলবার সে এটা অসাধারণভাবে করেছে।’