প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশন সংলগ্ন মিনেজ পাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে তার মৃতদেহ পাওয়া যায়। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
সাফদারপুর রেলস্টেশনের মাস্টার রিপন আলী বলেন, ‘সকালে খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশিকাথা ট্রেনের চালক জানান, স্টেশনের কিছুদূর আগেই একটি মৃতদেহ পড়ে আছে। পরে মিনেজপাড়া নামকস্থানে গিয়ে মাথা থেকে দেহ আলাদা অবস্থায় পাওয়া যায়। হয়তো রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে।’
এ ব্যাপারে মৃতদেহ উদ্ধারের জন্য জিআরপি পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।