শেয়ার বিজ প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে মিম (৭) নামে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিম জালালপুর গ্রামের খোকা সর্দারের মেয়ে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে একই গ্রামের মশিয়ার রহমানের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দীন জানান, মিম প্রতিদিন প্রতিবেশী বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে বাড়ি ফেরে। কিন্তু এদিন বাড়ি ফিরে না আসায় সবাই খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত ৯টার দিকে ওই বাড়িতে তার মরদেহ পাওয়া যায়। সে জালালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে।
