কোটালীপাড়ায় ৪ দিনের সুকান্ত মেলা শুরু

শেয়ার বিজ ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুরু হয়েছে চার দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গতকাল বুধবার শুরু হওয়া এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। খবর বাংলা ট্রিবিউন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় মেলাটির আয়োজন করেছে স্থানীয় প্রশাসন। উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈতৃক ভিটায় এ মেলার আয়োজন করা হয়েছে। এজন্য কবির বাড়ি ও এর আশপাশের এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার জানান, মেলা আয়োজনে উপজেলা পরিষদ থেকে সহযোগিতা করা হচ্ছে। আগামীতেও যাতে এ মেলা হয় সেজন্য কাজ করবেন।

জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু জানান, দীর্ঘদিন ধরে কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য আন্দোলন করা হয়েছে। তাদের আন্দোলন কিছুটা হলেও সার্থক হয়েছে। এ বছর মেলাটি শুরু হচ্ছে। কবি সুকান্ত স্মৃতি সংসদের সভাপতি শেখ আয়নাল হোসেন বলেন, ‘আমি চাইবো, সরকার কবির স্মৃতিকে ধরে রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। বিশেষ করে কবির পৈতৃক ভিটায় একটি পর্যটনকেন্দ্র ও একটি আধুনিক লাইব্রেরি গড়ে তুলবে।’

উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন বলেন, আগামীতেও যেন এ মেলার আয়োজন অব্যাহত থাকে।’

উল্লেখ্য, ১৯২৬ সালের ১৫ আগস্ট সুকান্ত ভট্টাচার্য কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালের ১৩ মে ২১ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই কবি।