Print Date & Time : 9 July 2025 Wednesday 12:43 am

কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ন্যায্য : মির্জা আব্বাস

শেয়ার বিজ ডেস্ক: সরকারি চাকরি ক্ষেত্রে যৌক্তিক পর্যায়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ন্যায্য বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, কোটা আন্দোলনের পেছনে সরকার ভিন্ন কিছু করছে কিনা শঙ্কা প্রকাশ করেন তিনি।

শনিবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা শেষে মির্জা আব্বাস এ কথা বলেন।

কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলন যৌক্তিক দাবি করে মির্জা আব্বাস বলেন, কোটা আন্দোলনের পেছনে সরকার ভিন্ন কিছু করছে কিনা শঙ্কা প্রকাশ করেন তিনি।

বেগম জিয়া খুব অসুস্থ উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, বেগম জিয়ার মুক্তি, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা ঢাকা মহানগর কমিটি অগ্রণী ভূমিকা রাখবে।

এ সময় বিএনপি নেতা আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, সরফত আলী সপু, তাবিথ আউয়াল, যুবদলের আবদুল মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, এসএম জিলানীসহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।