প্রতিনিধি, নরসিংদী: শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ‘আমাদের যে উন্নয়ন, এসব উন্নয়ন যেন আমাদের কোনো কারণে ম্লান হয়ে না যায়। আমরা যেন ছোট মনের মানসিকতার পরিচয় না দিই। তাহলে বঙ্গবন্ধুর রক্ত, শহীদদের রক্ত, জাতীয় চার নেতার রক্ত কষ্ট পাবে।
গতকাল বুধবার বিকালে নরসিংদী জেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম এমপি সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক, মাধবদী পৌর মেয়র মোশারফ হোসেন মানিক প্রমুখ।