Print Date & Time : 3 August 2025 Sunday 11:18 am

কোভিড-১৯ পজেটিভ শচীন

ক্রীড়া ডেস্ক: করোনাকে দূরে রাখতে নিয়োমিত পরীক্ষা ও সবরকমের সর্কতা অবলম্বন করে চলছিলেন শচীন টেন্ডুলকার। কিন্তু মুদৃ উপসর্গের পর শনিবার ভারতের সাবেক তারকা এ ব্যাটসম্যান প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ব্যাপারটি নিজেই জানিয়েছেন তিনি।

শচীন করোনায় আক্রান্ত হলেও পরিবারের অন্য সবাই ভাল আছেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।

শনিবার সকালে টুইটারে শচীন জানিয়েছেন, ‘কোভিডকে দূরে রাখার জন্য আমি পরীক্ষা করিয়ে নিচ্ছিলাম এবং সবরকমের সতর্কতা অবলম্বন করছিলাম। কিন্তু মুদৃ উপসর্গের পর আজ আমার করোনাভাইরাস রিপোর্ট পজেটিভ এসেছে। বাড়ির বাকি সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে।’

আপাতত হোম কোয়ারেন্টাইনে থাকছেন শচীন। শুধু তাই নয় চিকিৎসকদের পরামর্শ মতো সব নিয়ম মেনে চলছেন ভারতের এ ব্যাটিং ঈশ্বর। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য নিজের শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও জানিয়েছেন শচীন।