Print Date & Time : 27 August 2025 Wednesday 2:03 pm

কোমল পানীয়তে চিনির পরিমাণ কমাচ্ছে সাত কোম্পানি

শেয়ার বিজ ডেস্ক: সিঙ্গাপুরে সরকারি নির্দেশনায় চাপে পড়ে কোকা-কোলা ও পেপসিকোসহ সাতটি প্রধান কোমল পানীয় প্রস্তুতকারক বহুজাতিক কোম্পানি চিনির পরিমাণ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াইয়ে সিঙ্গাপুর সরকার নতুন নির্দেশনা দেওয়ার পর গত মঙ্গলবার এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে এসব প্রতিষ্ঠান। খবর রয়টার্স।

নির্দেশনায় সরকার বলছে, সিঙ্গাপুরে কোমল পানীয় বিক্রি করতে হলে তাতে চিনির কমাতে হবে। সরকারের নির্দেশনা পাওয়া কোম্পানিগুলোর মধ্যে কোকা-কোলা, পেপসিকো লিমিটেড, এফ অ্যান্ড এন ফুডস, মালয়েশিয়া ডেইরি ইন্ডাস্ট্রিজ,  নেসলে,  পোক্কা ও ইয়ো হিয়াপ সেং রয়েছে।

গত মঙ্গলবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোকা-কোলা ও পেপসিকোসহ কোমল পানীয় উৎপাদনকারী সাতটি প্রতিষ্ঠানকে ২০২০ সালের মধ্যে তাদের উৎপাদিত কোমল পানীয়তে চিনির পরিমাণ ১২ শতাংশের নিচে নামিয়ে আনতে হবে।

সরকারের এই নির্দেশনা জারির পরেই কোকা-কোলা ই-মেইলে জানিয়েছে, ২০২০ সালের মধ্যে তারা কোমল পানীয়তে চিনির পরিমাণ ১০ শতাংশ কমিয়ে নিয়ে আসবে।

এক জরিপে দেখা গেছে, কোমল পানীয় পান করার কারণে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গড়ে প্রতিদিন ছয় গ্রামের কাছাকাছি চিনি মানবদেহে যাচ্ছে। অথচ সিঙ্গাপুরে একজন ব্যক্তি দিনে গড়ে ১২ গ্রামের কাছাকাছি

চিনি গ্রহণ করছেন। সাম্প্রতিক বছরগুলোতে এ হার বাড়তে শুরু করেছে বলেই দেশটির সরকার কোমল পানীয়তে চিনির পরিমাণ কমাতে কড়াকড়ি আরোপ করেছে।