প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সৌদিপ্রবাসী দেলোয়ার হোসেন মোহন (২৮) উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রজেক্ট এলাকার হাবিব উল্লাহ চৌধুরী বাড়ির মৃত মফিজ উল্লাহর ছেলে। গতকাল সকাল ৯টায় তিনি নিজ বাসায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে দুপুর ১২টায় পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত মোহনের চাচাতো ভাই অহিদ উল্লাহ চৌধুরী দিদার জানান, মোহন গত আড়াই মাস আগে সৌদি আরব থেকে দেশে আসেন। তিনি নেশাগ্রস্ত ছিলেন। কয়েক দিন আগে তিনি ব্লেড দিয়ে নিজের শরীর কেটে আত্মহত্যা করার চেষ্টা করেন। ঘটনার সময় তার মা ও স্ত্রী পরিবারের কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে তিনি নিজের ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পরিবারের সদস্যদের সন্দেহ হলে দরজার ছিটকিনি ভেঙে তার মরদেহ দেখতে পান।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার এসআই আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই যুবক নেশাগ্রস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।