শোবিজ ডেস্ক : আর মাত্র তিন দিন পরই ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এ উপলক্ষে দেশজুড়ে বসছে কোরবানির পশুর হাট। হাটে ক্রেতাদের আকৃষ্ট করতে বড় আকারের গরুগুলোকে নানান নামে ডাকা হচ্ছে। ‘বস’, ‘রাজাবাবু’, ‘টাইগারবাবু’, ‘ডন’, ‘কালামানিক’সহ আরও নানান নাম দেয়া হচ্ছে গরুর। এমনকি সিনেমার নায়ক ‘হিরো আলম’ এবং ‘জায়েদ খান’ নামেও গরুর নামকরণ করা হয়েছে।
তবে মানুষের নামে কোরবানির গরুর নামকরণ ঠিক নয় বলে মন্তব্য করেছেন ঢাকাই ছবির নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী।
মঙ্গলবার (৫ জুলাই) মধ্যরাতে ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন, ‘পবিত্র কোরবানির গরুর নাম কারো নামের সঙ্গে নামকরণ ঠিক নয়। ইসলামের সঙ্গেও তা যায় না।’
তিনি পরামর্শ দিয়ে আরও লেখেন, ‘আফ্রিকা কিংবা বাংলাদেশে কিছু হায়েনা আছে, তাদের ওই নামগুলো ট্রান্সফার করেন।’
বিগত বছরগুলো কোরবানির ঈদের আগে রোনালদো, মেসি, নেইমারদের মতো বিশ্বখ্যাত ফুটবল তারকার নামেও বিশাল বিশাল গরু দেখা গেছে হাটে। তবে দেশি অভিনেতাদের নামে গরুর নাম এবারই প্রথম।

Print Date & Time : 8 September 2025 Monday 9:37 am
কোরবানির পশুর নামকরণে আপত্তি ওমর সানির
বিনোদন ♦ প্রকাশ: