কোস্টগার্ডের অভিযানে খুলনায় চিংড়িসহ আটক ৯

প্রতিনিধি, খুলনা: গত বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কোস্টগার্ড পশ্চিম জোনের অধীন বিসিজি স্টেশন রূপসা গোপন সংবাদের ভিত্তিতে খুলনার রূপসা থানাধীন খানজাহান আলী টোল প্লাজা এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় দুটি ট্রাক থেকে প্রায় এক হাজার ৭২০ কজি (৪৩ মণ)

জেলি পুশকৃত চিংড়ি, ড্রাইভার, হেল্পার ও কর্মচারীসহ ৯ জনকে আটক করা হয়।

পরবর্তী সময়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোবাইল কোর্টের মাধ্যমে আটক ব্যক্তিদের এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ চিংড়ি রূপসা নদীতে ফেলে দেয়া হয়।