Print Date & Time : 3 August 2025 Sunday 2:26 am

কোহলিকে ছাড়িয়ে বাবরের কীর্তি

 

ক্রীড়া ডেস্ক: ঘরের মাঠে ১০ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে পাকিস্তান। দারুণ এক সেঞ্চুরির মাধ্যমে দিনটিকে তাই গত পরশু স্মরণীয় করে রাখেন বাবর আজম। এ নিয়ে এ ডানহাতি ক্যারিয়ারে দেখা পেয়েছেন ১১ সেঞ্চুরির, যা আবার দ্রুততম ইনিংসের (৭১) দিক দিয়ে তৃতীয়। এটি করতে তিনি পেছনে ফেলেছেন বিরাট কোহলিকে।
দ্রুততম ১১ সেঞ্চুরির তালিকায় বিরাট কোহলির অবস্থান চতুর্থ। ৮২তম ইনিংসে ১১ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ভারত অধিনায়ক। শুধু কোহলিই নন, পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদকেও পেছনে ফেলেছেন বাবর। এতদিন মাত্র ২১ ইনিংসে ন্যূনতম ১০০০ রান তুলে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন বড়ে মিয়া। বাবর তাকে পেছনে ফেললেন মাত্র ১৯ ইনিংসেই। এক পঞ্জিকাবর্ষে পাকিস্তানের হয়ে ওয়ানডেতে দ্রুততম হাজার রানের রেকর্ড এখন তার দখলে। হাশিম আমলা এ তালিকায় দ্রুততম। তার লেগেছে ৬৪ ইনিংস।
গত পরশু করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাবর খেলেন ১১৫ রানের দুর্দান্ত ইনিংস। মূলত তার ব্যাটে ভর করে জিতেছে পাকিস্তান। এর তিন বছর আগে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শারজায়। সে সময় থেকে দেখতে দেখতে এরই মধ্যে পাকিস্তানের সহঅধিনায়ক ঝুলিতে পুরেছেন ১১ ওয়ানডে সেঞ্চুরি। এ সংস্করণে এখন তার নামটি উচ্চারিত হচ্ছে বিরাট কোহলি ও রোহিত শর্মার সঙ্গেই।
আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষ তিন ব্যাটসম্যানও যথাক্রমে কোহলি, রোহিত ও বাবর। এ বছর ওয়ানডেতে কোহলির (৮) চেয়ে বেশি ছক্কা মেরেছেন বাবর (৯); স্ট্রাইক রেটে ছাপিয়ে গেছেন রোহিতকে।