Print Date & Time : 15 August 2025 Friday 9:42 am

কোহলি সর্বকালের সেরা: ভন

ক্রীড়া ডেস্ক : অনেকদিন ধরেই প্রশ্নটি চলে আসছে, ওয়ানডে কে সেরা? ভিভ রিচার্ডস না শচিন টেন্ডুলকার। যদিও উত্তরটা রয়েছে এখনও অজানা। এরই মধ্যে অবশ্য একদিনের ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটসম্যান পেয়ে গেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তিনি আর কেউ নন। বিরাট কোহলি।

সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সফরে ছয় ম্যাচ ওয়ানডেতে ৩টি সেঞ্চুরি করেছেন কোহলি। দলকে প্রথমবার প্রোটিয়াদের মাটিতে সিরিজ জিতিয়েছেন ৫-১ ব্যবধানে। একই সঙ্গে এ ডানহাতি প্রথম ক্রিকেটার হিসেবে দ্বিপাক্ষিক ওয়ানডেতে করেছেন সর্বোচ্চ (৫৫৮) রান। তার আগে এ রেকর্ডটি ছিল সতীর্থ রোহিত শর্মার।

গত পরশু সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার দেওয়া ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতকে ৮ উইকেটে জেতান কোহলি। করেন ১২৯ রান। এরপর থেকে সবাই এ তারকার বন্দনায় ব্যস্ত। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন ভারত অধিনায়কের ৩৫তম ওয়ানডে সেঞ্চুরির পর এক টুইটারে লিখেছেন, ‘৩৫তম… সর্বকালের সেরা ওয়ানডে খেলোয়াড়।’

মোহাম্মদ কাইফও টুইটারে কোহলি বন্দনায় মেতেছেন, ‘এ সিরিজের আগে ২০২ ওয়ানডেতে ৩২ সেঞ্চুরি ছিল ‘কিং কোহলির’। অর্থাৎ প্রতি ৬.৫ ইনিংসে একটি করে সেঞ্চুরি, যা সত্যিই বিস্ময়কর। কিন্তু এরপর সে পরের ৬ ওয়ানডেতে আরও ৩টি সেঞ্চুরি করল। আমরা আশীর্বাদপুষ্ট জাতি, কোহলির মতো আর কেউ নেই।’

এখন পর্যন্ত ২০৮ ওয়ানডেতে ৫৮.১০ গড়ে ৯৫৮৮ রান করেছেন কোহলি। এর মধ্যে ৩৫টি সেঞ্চুরি ও ৪৬টি হাফসেঞ্চুরি রয়েছে তার।

ওয়ানডেতে যেভাবে সেঞ্চুরি করে চলেছেন কোহলি। তাতে কোনো একদিন এ ডানহাতি শচিন টেন্ডুলকারের সর্বোচ্চ সেঞ্চুরির (৪৯) রেকর্ডটি ভেঙে নিজের করে নেবেন।