Print Date & Time : 27 July 2025 Sunday 4:26 pm

কোয়ালকম ইনকরপোরেশন

প্রাইসওয়াটারহাউজকুপারস (পিডব্লিউসি) লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান। ২০০৯ সাল থেকে প্রতিযোগিতাপূর্ণ কোম্পানিগুলোর মধ্য থেকে বাজার মূলধনে সেরা ১০০টির তালিকা তৈরি করে আসছে প্রতিষ্ঠানটি। জরিপে স্পষ্টভাবে কিছু নির্দিষ্ট কোম্পানি, রাষ্ট্র এবং বিভিন্ন খাতের প্রবণতা ও উন্নয়ন চিহ্নিত করেছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানটি। সর্বশেষ ২০১৬ সালে প্রতিষ্ঠানটির প্রকাশিত প্রতিবেদনে উল্লিখিত শীর্ষ ১০০ কোম্পানির বিস্তারিত তথ্য ধারাবাহিকভাবে শেয়ার বিজ পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে। আজ ৯৩তম পর্বে যুক্তরাষ্ট্রভিত্তিক সেমিকন্ডাক্টর ও টেলিযোগাযোগ সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি কোয়ালকম ইনকরপোরেশনের কথা

রুবেল হাওলাদার: কোয়ালকম ইনকরপোরেশন যুক্তরাষ্ট্রভিত্তিক সেমিকন্ডাক্টর ও টেলিযোগাযোগ সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি। এটি ওয়্যারলেস টেলিযোগাযোগ পণ্য উৎপাদন, বাজারজাত করে থাকে। প্রতিষ্ঠানটি আয়ের একটি উল্লেখযোগ্য অংশই আয় করে চিপ ব্যবসা থেকে। এ ছাড়া পেটেন্ট লাইসেন্স থেকেও প্রতিষ্ঠানটি ভালো ব্যবসা করে থাকে।

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ২২৪টি স্থানে এর কার্যালয় রয়েছে। প্রতিষ্ঠানটির প্যারেন্ট কোম্পানি কোয়ালকম ইনকরপোরেটেড। এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোয়ালকম টেকনোলজি লাইসেন্সিং ডিভিশন (কিউটিএল), কোয়ালকম টেকনোলজিস ইনক.(কিউটিআই), কোয়ালকম সিডিএমএ টেকনোলজিস, কোয়ালকম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অন্যতম।

১৯৮৫ সালে অধ্যাপক আইরিন এম জ্যাকোব, অ্যান্ড্র– ভিটারবি, হার্বে হোয়াইট, অ্যাডেলিয়া কফম্যান, অ্যান্ড্র– কোহেন, ক্লেইন গিলহৌসেন ও ফ্রাঙ্কলিন অ্যানটিনিও প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।

পিডব্লিউসির গবেষণায় ২০০৯ সালে বাজার মূলধনে বিশ্বসেরা ১০০ কোম্পানির মধ্যে কোয়ালকম ইনকরপোরেশনের অবস্থান ছিল ৫২তম। ওই সময় কোম্পানিটির বাজার মূলধন ছিল ৬৪ বিলিয়ন ডলার। সর্বশেষ প্রকাশিত গবেষণা প্রতিবেদনে ২০১৬ সালে কোম্পানিটির বাজার মূলধন বেড়ে হয়েছে ৭৬ বিলিয়ন ডলার। আর বাজার মূলধনে বিশ্বসেরা ১০০ কোম্পানির মধ্যে কোয়ালকমের অবস্থান ৪৮ ধাপ পিছিয়ে ১০০তম এ নেমে আসে।

ওই গবেষণায় বাজার মূলধনে সেরা ১০০ কোম্পানির মধ্যে ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ছিল ৪২টি। ২০১৬ সালের ১০০ কোম্পানির মধ্যে দেশটির ৫৪টি। আর এ ৫৪টি কোম্পানির মধ্যে কোয়ালকম ইনকরপোরেশনের অবস্থান ৫৪তম। অন্যদিকে বাজার মূলধনে সেরা ১০০ কোম্পানির মধ্যে ২০০৯ সালে প্রযুক্তি খাতের ছিল ১১টি কোম্পানি। এর মধ্যে কোয়ালকমের অবস্থান ছিল নবম। ২০১৬ সালের তালিকায় এ খাতের ছিল ১২টি কোম্পানি। এর মধ্যে কোয়ালকম ইনকরপোরেশনের অবস্থানও ১২তম।

কোয়ালকম ইনকরপোরেশন একটি পাবলিক লিমিটেড কোম্পানি। এটি যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে নাসডাক-১০০ সূচক, এসঅ্যান্ডপি ১০০,  এসঅ্যান্ডপি ৫০০ সূচক ও ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের তালিকভুক্ত কোম্পানি।

২০১৬ সালের হিসাবে কোয়ালকম ইনকরপোরেশনের মোট রাজস্ব আয় ছিল ২৩ দশমিক ৫৫ বিলিয়ন ডলার। ওই সময় কোম্পানিটির পরিচালন আয় ছিল ছয় দশমিক ৩১ বিলিয়ন ডলার। আর নিট আয় ছিল পাঁচ দশমিক ৭০ বিলিয়ন ডলার। এ ছাড়া কোম্পানিটির মোট সম্পদ ছিল ৫২ দশমিক ৩৫  বিলিয়ন ডলার এবং মোট ইকুইটি ছিল ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোয় কোয়ালকম ইনকরপোরেশনের প্রধান কার্যালয় অবস্থিত। প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে পল ই জ্যাকবস ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন স্টিফেন মলেনকফ। এ ছাড়া কোম্পানিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ডেরেক অ্যাবরেল।  ২০১৬ সালের হিসাবে কোম্পানিটিতে ৩০ হাজার ৫০০ কর্মী কাজ করছেন।