Print Date & Time : 29 July 2025 Tuesday 10:20 pm

কৌটালীপাড়ায় পদ্মা ব্যাংকের ঘাঘরবাজার উপশাখা উদ্বোধন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পদ্মা ব্যাংকের ঘাঘর বাজার উপশাখার উদ্বোধন করা হয়েছে। গত বুধবার প্রধান অতিথি হিসেবে উপ-শাখাটি উদ্বোধন করেন স্থানীয় স্বনামধন্য ব্যক্তিত্ব আহম্মদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন কৌটালী পাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা, পিঞ্জুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, কুশলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাফেজা বেগম, হিরণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল আলম পান্না এবং  ঘাঘর বাজার বণিক সিমিতির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া। বিজ্ঞপ্তি